Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানবিজ শহর পুনরুদ্ধারে সিরিয়াকে স্বাগত জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন দেশটির বৈধ সরকারের অধীনে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন।মার্কিন-সমর্থিত জঙ্গিদের কাছ থেকে সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধার হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ইরান।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরটি এতদিন মার্কিন-সমর্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র নিয়ন্ত্রণে ছিল। গতকাল (শুক্রবার) শহরটিতে সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করে।

এ সম্পর্কে বাহরাম কাসেমি আরো বলেন, ইরান সব সময় সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করে এসেছে। কাজেই মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা সেদেশের সাংবিধানিক সরকারের অধীনে সেই সার্বভৌমত্ব সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ ছাড়া, মানবিজ পুনরুদ্ধারের ফলে অতি দ্রুত সিরিয়ার চলমান সংকটের ইতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Bootstrap Image Preview