 
 
												    অনামি বরুণ চক্রবর্তী নামটি এখন ক্রিকেট মহলে আলোচনার একটি নাম। পর্দায় বড় কোন পারফম্যান্স করার আগেই এই ক্রিকেটার যা করে দেখিয়েছেন তা দেখে অনেকের চোখ কপালে উঠেছে!
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এই  বরুণ চক্রবর্তীকে ৮.৪০ কোটি টাকায় কিনে নিয়ে চমকে দিয়েছেন প্রীতির  কিংস ইলেভেন পাঞ্জাব।
বরুণকে এতো দামে কিনার প্রসঙ্গে প্রীতি জানিয়েছেন, ‘‘একজন ব্যাক আপ স্পিনার শুধু নয়, বরুণ পুরোপুরি লাইমলাইটে না আসা এক রহস্যময় স্পিনার। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে। কিংস ইলেভেন পঞ্জাব সবসময়ে খ্যাতির বাইরে থাকা প্রতিভাদের সুযোগ দিয়েছে। বরুণও আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে চলেছে।’’ নিলামে বরুণকে পেতে উৎসাহী ছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর মতো তারকাখচিত ফ্র্যাঞ্চাইজিও। তবে সকলকে টেক্কা দেয় কিংস ইলেভেন।
 
তামিলনাড়ুর এই ক্রিকেটার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছেন। চেন্নাই লিগে চতুর্থ ডিভিশনের জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি। ওয়ান ডে টুর্নামেন্টে ৮.২৬ গড়ে ৩১টি উইকেট নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পৃথ্বী ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জুবিলি ক্লাবকে জিতিয়েছিলেন তিনি। 
তামিলনাড়ু ক্রিকেট লিগেও এরপরে নজর কেড়েছেন ২৮ বছরের তারকা ক্রিকেটার। সিচেম মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করেছেন বরুণ। ৪০ ওভার বল করেছেন। এর মধ্যে ডট বল করেছেন ১২৫টি। ইকনমি রেট ৪.৭। টুর্নামেন্টে ন্যূনতম ১৫ ওভার যাঁরা বল করেছেন, তাঁদের মধ্যে সেরা ছিলেন বরুণ। আইপিএল-এ প্রথমবার সুযোগ পেলেও অভিজ্ঞতা কিন্তু রয়েছে আগেই। সিএসকে-র নেট বোলার হিসেবে বোলিং করতেন। ২০১৮ সালে সিএসকে-তে চারদিন ছিলেন তিনি। চেন্নাইয়ের পরে দীনেশ কার্তিক ও শ্রীকান্ত বরুণকে ডেকেছিলেন কেকেআর-এর নেট বোলার হিসেবে অনুশীলনে।