Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামান টাওয়ারের ছাদ থেকে ১২ জন উদ্ধার, আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নি নির্বাপক বাহিনীর ১৪টি ইউনিট আড়াই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে বিকাল ৫টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় টাওয়ারের ছাদে আটকা ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৪ ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুনের প্রাথমিক কারণ জানতে তদন্ত চলছে।

ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস। এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত ও ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেমূলকভাবে করা হয়েছে বলে ধারনা করছে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক।

Bootstrap Image Preview