Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোট দিতে পারবেন না খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী একথা বলেন।

এর ফলে এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারাগারে রয়েছেন তারা সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এমনকি কারাবন্দি সাধারণ ভোটাররাও ভোট দিতে পারবেন না।

কার সূত্রে জানা গেছে, বর্তমানে কারাবন্দি ৮০ হাজারের কাছাকাছি। তার বেশির ভাগই ভোটার।

জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। গত ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন তিনি।

Bootstrap Image Preview