Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন দিনে সেনাবাহিনীর ৩৯৯৮টি টহল: আইএসপিআর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:০৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বর ৩৮৯টি জেলায় এক হাজার ৫২৩টি টহল পরিচালনা করেছে সেনাবাহিনী। এ ছাড়া মোতায়েনের দিন (২৪ ডিসেম্বর) থেকে গতকাল পর্যন্ত তারা ৩ হাজার ৯৯৮টি টহল কার্যক্রম চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬২ জেলার ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।

Bootstrap Image Preview