Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটের প্রার্থীদের শেষ সময়ের শেষ ভরসা স্ত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সিলেটের প্রার্থীদের শেষ সময়ের শেষ ভরসা স্ত্রীরা


সিলেট-১ আসনে আসন্ন জাতীয় নির্বাচনের শেষ দিনের প্রচারণায় নৌকা ও ধানের শীষ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন তাদের স্ত্রীরা। গণ-সংযোগ ও প্রচারনায় স্বামীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্ত্রীদের স্বরন উপস্থিতি সিলেটের নির্বাচনী পরিবেশে সৃষ্টি করেছে এক ভিন্ন আমজে। নির্বাচনী মাঠে তাদের দেখে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহলী মনোভাব লক্ষনীয়। উৎসুক জনতা ভিড় করছেন তাদের দেখতে।

বিশেষ করে ভোটাধিকার প্রয়োগে নারী ভোটারদের ব্যাপক আগ্রহ বাড়ছে। মহাজোট প্রার্থী ড একে আব্দুল মোমেনের স্ত্রীর সেলিনা মোমেন বিরামহীনভাবে ব্যস্ত রয়েছেন ভোটের মাঠে। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দরজায় দরজায় গিয়ে স্বামীর পক্ষে ভোট চাইছেন তিনি। পরিপাটি স্বভাবের, স্মার্ট সেলিনা মোমেন গোছালোভাবে তুলে ধরছেন সরকারের উন্নয়ন অগ্রগতির তথ্য। দেশকে এগিয়ে নিতে আ‘ওয়ামী লীগ ও দেশনেত্রী শেখ হাসিনা-ই সর্বসেরা তাও বলছেন সুন্দর করে। পেশাগত জীবনে স্বাস্থ্য প্রফেশনাল হিসেবে পাবলিক ডিলিংয়ে অভ্যস্ত অনেকটা তিনি। ঝরঝরা কথামালায় স্বামী মোমেনের পক্ষে প্রচারনায় নজর কাড়ছেন সেলিনা মোমেন। সেলিনা মোমেনের বাড়ি কুমিল্লা জেলায়।

এদিকে, একইভাবে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন দলবল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের স্ত্রী জাকিয়া ইয়াসমিন। ব্যক্তিগত জীবনে জাকিয়া গৃহিনী। সেই সাথে সমাজকর্মী হিসেবে নিজস্ব একটি অবস্থান রয়েছে তার। তিনি ফরিদপুরের মেয়ে হলেও এখন সিলেটি বধু। স্বামী মুক্তাদিরের সাথে সমানতালে ভোটের প্রচারনায় মাঠে রয়েছেন তিনি।

বিনম্র কন্ঠে, সরকারের জুলম নির্যাতনের পাশাপাশি খালেদা জিয়া মুক্তির প্রত্যাশায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য জোর প্রচারনা চালিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

Bootstrap Image Preview