আসন্ন একাদশ জাতিয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আওয়ামী লীগের চারটি প্রচারকারী অটোরিকশা, একটি মাইক্রোবাস, ৮টি মাইক ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে ৮টি আসনের আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের সাথে কথা বলেন। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছিলেন। অপরদিক থেকে লাঙ্গলের সমর্থকরা মিছিল নিয়ে শহরের দিকে আসছিলেন।
দু’গ্রুপের মিছিলটি মুখোমুখি হলে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকার প্রচারণার একটি মাইক্রোবাস ও চারটি অটোরিকশায় হামলা করে লাঙ্গলের সমর্থকেরা। হামলায় বাধা দিতে গেলে অটোরিকশার দুই চালককে মারধর করে ও প্রচারণার আটটি মাইক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন এমপি বলেন, জাতীয় পার্টির প্রার্থী শফীউল্লাহ আল মুনিরের উসকানিতে এ হামলা হয়েছে।
জিআই পাইপ দিয়ে লাঙল প্রতীক বানিয়েছে জাতীয় পার্টির সমর্থকেরা। সেই জিআই পাইপের প্রতীক দিয়েই তারা হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।