Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভটিজারকে ডেকে নিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে যুবকের যৌনাঙ্গ কেটে নিলেন তরুণী। এ ঘটনায় ওই তরুণী ও তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের ডোম্বিভ্যালি এলাকায়। তরুণী অভিযোগ, বছর ত্রিশের ওই যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলো তাকে। প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই শিক্ষা দিতেই এই কাণ্ড ঘটিয়েছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ঘটনা ঘটাতে ওই তরুণী নিজের দুই বন্ধুর সাহায্য নেন। ডোম্বিভ্যালির কাছে রেললাইনের পাশে নির্জন জায়গায় ওই যুবককে দেখা করার জন্য ডাকে সে। তার দুই বন্ধু আগে থেকেই সেখানে লুকিয়ে ছিল। ওই যুবক ঘটনাস্থলে পৌঁছলে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে ওই দুই বন্ধু। এর পর ওই তরুণী যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার পর বেধড়ক মারধর করে তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ওই তরুণী ও তার দুই বন্ধু মুকেশ কানিয়া ও তেজস মাত্রেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ ওই তরুণী তুলেছেন, তার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের অবস্থা খুবই গুরুতর। তার অবস্থা ভালো হবে কি খারাপ তা এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে মানসিক পরিচর্যায় রাখা হয়েছে।

Bootstrap Image Preview