একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পরীক্ষামূলক ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।নগরীর ১৫৭ ভোটকেন্দ্রের সবই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, এবারের নির্বাচনে খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্রের ৬৫২টি ভোটকক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই আজ ডামি ভোট চলবে।
এর মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড থেকে ৩১নং ওয়ার্ড নিয়ে গঠিত খুলনা-২ আসনের ভোটাররা ইভিএমে ভোট দান পদ্ধতি শিখে নিচ্ছেন।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), গণফ্রন্টের মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কেএম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির এইচএম শাহাদত (কাস্তে), বিএনএফের এসএম সোহাগ (টেলিভিশন), ইসলামী আনন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ আবদুল আউয়াল (হাতপাখা) ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
খুলনা-২ আসনে ১৫৭ ভোটকেন্দ্রের ৬৫২টি ভোট কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে। এই আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৭৪৫ এবং নারী ভোটার এক লাখ ৪৭ হাজার ৩৭১ জন।