Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০ বছর ধরে ডিভোর্সে ‘না’, ৫ টি গুলি করে হত্যা স্ত্রীকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের কর্নাটকের চিক্কামাগালুরুতে বিয়ের পাঁচ বছর পর থেকেই বিচ্ছেদের আবেদন করছেন তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আবেদন করতে করতেই তার কেটে গেছে ২০ বছর। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে স্ত্রীকে পাঁচটি গুলি করে হত্যা করেছে স্বামী।

গত সোমবার রাতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীর বাড়িতে গিয়ে পর পর পাঁচটি গুলি করে স্বামী বাসাপ্পা। এর পর সাক্কারায়াপত্তানা পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। অভিযুক্ত ৬৩ বছরের এই স্বামী শারীরিক শিক্ষার প্রাক্তন একজন শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, বাসাপ্পা ৩০ বছর আগে স্ত্রী জয়াম্মাকে বিয়ে করেছিলেন। পাঁচ বছর একসঙ্গে থাকার পর তারা আলাদা হয়ে যান। জয়াম্মা তার এক ভাইয়ের সঙ্গে থাকতেন। তবে একই গ্রামে তাদের বসবাস ছিল। এই দম্পতির দুই সরকারি চাকরিজীবী ছেলে সন্তান রয়েছে।

খবরে বলা হয়েছে, বাসাপ্পা বার বার জয়াম্মার কাছে ডিভোর্সের আবেদন করে, কিন্তু প্রতিবারই না বলে দেন জয়াম্মা। সোমবার রাগ সামলাতে না পেরে জয়াম্মার ভাইয়ের বাড়িতে যায় বাসাপ্পা। সেখানে একটি দেশি পিস্তল দিয়ে জয়াম্মাকে গুলি করে। এর পর জয়াম্মাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview