Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় ঐক্যফ্রন্টের জনসভা বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৭ তারিখে (বৃহস্পতিবার)জাতীয় ঐকফ্রন্টের পূর্বঘোষিত জনসভা বাতিল করা হয়েছে। পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকার জনসভা হচ্ছে না।

বুধবার রাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

তিনি বলেন, ডিএমপি কমিশনার বলেছেন ২৪ তারিখের পরে ঢাকায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। কিন্তু ২৮ তারিখ সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার ও সমাবেশ করার সুযোগ থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তাই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে আমাদের জনসভা হচ্ছে না।’

এর আগে গত সোমবার আতাউর রহমান ঢালীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে জনসভার অনুমতির বিষয়ে দেখা করেন। এ প্রতিনিধি দলের অপর দুই সদস্য ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

Bootstrap Image Preview