Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে গণফোরাম সাধারণ সম্পাদক মন্টুর ধন্যবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁর খোঁজ-খবর নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ধন্যবাদ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা মহসিন মন্টু বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি।

আজ বুধবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন পুলিশ কর্মকর্তারা। প্রায় ১৫ মিনিট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।এ সময় তারা ড. কামালের কাছে তার নিরাপত্তার বিষয়ে জানতে চান।

এ সময় মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের প্রতিনিধি দলে ছিলেন-এডিসি শিবলি নোমান, নাজমুন নাহার, সরোয়ার, এসি মিশু, ওসি ফারুক, পিআই শহীদ প্রমুখ।

সাক্ষাৎ শেষে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে বলেন, ‘স্বাভাবিক কাজের অংশ হিসেবে আমরা এখানে এসেছিলাম। তার (কামাল হোসেন) নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে এসেছিলাম।’

ড. কামালের ওপরে হুমকি আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে উনি, সে আশঙ্কা প্রকাশ করেন নাই।’

তবে কী কারণে ড.কামালের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন-জানতে চাইলে আনোয়ার বলেন, ‘ড. কামালের সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। ড. কামাল হোসেনের আলাদা কোনো অবজারভেশন আছে কি না? এ বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’

প্রসঙ্গত, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এ আসনে নতুন প্রার্থী।

Bootstrap Image Preview