Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে, অভিযোগ রমেশের

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview


'একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন ও নির্যাতন শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকাণ্ড করছে। কারণ একটাই হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোট প্রদান না করে।'

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

রমেশ চন্দ্র সেন বলেন, গত শুক্রবার (২০ ডিসেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। ২৩ ডিসেম্বর আখানগর ইউনিয়নের মধ্য ঝাঁড়গাও গ্রামের যাত্রু বর্মনের খড়ের ঘরে আগুন দেওয়া হয়। গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আগুন দেওয়া হয় ও শুখানপুকুরী ইউনিয়নের চতুরভুজ মন্দিরের পাশে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানোর জন্যই স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকাণ্ড করছে। শুধু তাই নয়, তারা আমাদের আওয়ামী লীগের নির্বাচনী অফিসেও আগুন দিচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করবেন।

এসব ঘটনার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষরা অতঙ্কের মধ্যে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় তাদের ভোট প্রদান করতে পারবেন কিনা এনিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন রমেশ চন্দ্র সেন।

সংবাদ সম্মেলনের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।

Bootstrap Image Preview