Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে নৌকা মার্কায় ভোট চাইলেন মমিন মন্ডল

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


উন্নত ও সমৃদ্ধশীল সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহবান জানান আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডল।

বিশ্বের উন্নতশীল দেশের মত বাংলাদেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জর নির্বাচন উল্লেখ করে তিনি এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার জোর দাবি করেন।

বুধবার (২৬ ডিসেম্বর) বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চরসলিমাবাদ বাজার মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী করে আব্দুল মমিন মন্ডলকে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়ায় এ অঞ্চলের মানুষ ও এনায়েতপুর থানা আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মমিন মন্ডল কতৃজ্ঞতা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সিরাজগঞ্জ দক্ষিণ এলাকার অবহেলিত মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভা:) আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হায়দার মুন্নার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ), মোঃ আবু নজির মিয়া,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহম্মদ, বি আর ডি বি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, যুবলীগ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান কাহহার সিদ্দিকী, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সরকারসহ প্রমুখ।

এ সময় চৌহালী ও এনায়েতপুরের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷  

Bootstrap Image Preview