একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৬৪ লাইনের একটি কবিতা লিখেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। সোমবার তার ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী ফেসবুকে এটি শেয়ার করেছেন।
কবিতার অংশ বিশেষ তুলে ধরা হলো-
‘বিরোধী দলকে পরাকাষ্ঠা শক্ত হাতে দমন
জনগণকে নিজের প্রতি করছে আকর্ষণ।
কথায় কাজে নেই কো মিল চাতুরীতে সেরা
মুখে সদা সেবার বাণী মিথ্যাবাদীই ওরা।
চিত্তাকর্ষক হয় বহুত তাদের মুখে বুলি,
শ্রুতিমধুর তাদের ভাষা অন্তরেতে কালি’।
প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।