Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে ‘কটূক্তি' করার ব্যাখ্যা দিলেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:২৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে পুলিশকে ‘জানোয়ার’ বলে কটূক্তি করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বিষয়টি গণমাধ্যমে আসলে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরা আজ বুধবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে এ বিষয়ে কথা বলেন ড. কামাল। সাংবাদিকদের একজন তাকে প্রশ্ন করেন, ‘বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি পুলিশকে “জানোয়ার” বলেছেন, এই কথাটি সত্য কি না।’

উত্তরে ড. কামাল বলেন, ‘ওই অর্থে’ তো বলি নাই, পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। ইনফ্যাক্ট আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনওই চলতে পারে না।

তিনি বলেন, ‘পুলিশকে আমি খুব মূল্য দেই, তারা শক্ত ভূমিকা রাখবে তাই আমরা আশা করি। আমার এমন কোন বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস ও ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।’

পুলিশের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার বাসা রাজারবাগ। ২৫ শে মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।’

Bootstrap Image Preview