Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিটিভিতে ‘নির্বাচনী সংলাপে’ ইসির না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. এ টি এম শামসুল হুদার কমিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে নির্বাচনী সংলাপের আয়োজন করেছিলেন। তবে এবার সব নিবন্ধিত দলই সব দলের সঙ্গে একই মঞ্চে বসবে কিনা তা নিয়ে ইসির মধ্যে সংশয় হওয়ায় প্রথমে পরিকল্পনা থাকলেও বর্তমান কমিশন এ সংলাপ আয়োজন থেকে সরে এসেছে।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী সংলাপ হচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, সার্বিক পরিস্থিতি চুলচেরা বিশ্লেষণ করে নির্বাচনী সংলাপ না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ইসি।

জানা গেছে, নির্বাচনী সংলাপ করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেই সমান সুযোগ দিতে হয়। সব দলকে নিয়ে একই দিনে একই মঞ্চে এ ধরনের অনুষ্ঠান করতে হলে কমপক্ষে ৩৯ জনকে এক মঞ্চে ডাকতে হতো। কারণ, ইসির সঙ্গে নিবন্ধিত দলের সংখ্যা এখন ৩৯।

এছাড়া সব নিবন্ধিত দলই সব দলের সঙ্গে একই মঞ্চে বসবে কিনা তা নিয়েও ইসির মধ্যে সংশয় ছিল। সব দলের জনভিত্তিও সমান নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো বড় দলগুলো ‘এক নেতা এক দল’র মতো ছোট দলের সঙ্গে বসতে আপত্তি জানানোর জোর সম্ভাবনা ছিল। এসব বিষয় মাথায় রেখেই নির্বাচনী সংলাপ করার পরিকল্পনা থেকে সরে এসেছে কে এম নূরুল হুদার কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview