Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এরদোগানের সমালোচনা, নেতানিয়াহুর ওপর চটেছেন হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমালোচনা করায় ক্ষেপে গেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।

যারা ফিলিস্তিনে সন্ত্রাসবাদ ও নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছেন। তারা কীভাবে এমন একজন মানুষের সমালোচনা করেন, যিনি বিশ্বের নিপীড়নের বিরোধিতা করে আসছেন, বললেন হানিয়া।

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন শিশু হত্যাকারী ও অপরাধীর মুখে মানবতার কথা মানায় না।তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে টুইটারে এরদোগানের সমালোচনা করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে ত্রাস আখ্যা দিয়ে হানিয়া বলেন, ইহুদি রাষ্ট্রের এই প্রধানমন্ত্রী বৈশ্বিক বর্জন ও দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন। তিনি কীভাবে এরদোগানকে মানবতার কথা শোনান।

Bootstrap Image Preview