Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীচু জাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে জীবন্ত পোড়ালেন বাবা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১২ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের তেলেঙ্গানার কালামাদুগু গ্রামে নীচু জাতের এক ছেলেকে বিয়ে করায় মেয়েকে জীবন্ত পুড়িয়ে দিয়েছেন বাবা। এরপর সেই মেয়ের হাড়গোড় খালে ফেলে দেন তিনি। শনিবারের এ ঘটনায় অভিযুক্ত বাবা-সহ পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে ‘অনার কিলিং’ নামে পরিচিত এ ধরনের ঘটনা মাঝে মাঝেই খবরের শিরোনাম হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশ কমিশনার পি. সত্যনারায়ণ জানান, কালামাদুগু গ্রামের বাসিন্দা যাদব গোষ্ঠির পি. অনুরাধার (২২) সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল পদ্মশালী গোষ্ঠির লক্ষ্মণের। মাস কয়েক আগে বিষয়টি জানতে পারলে অনুরাধার পরিবারের সকলে তাঁকে ও লক্ষ্মণকে মারধর করে। কিন্তু তাতেও হার মানেনি তারা। ৩ ডিসেম্বর হায়দারাদের আর্য সমাজে গিয়ে অনুরাধা ও লক্ষ্মণ বিয়ে করে।

গত শনিবার প্রায় তিন সপ্তাহ পর দু'জনেই গ্রামে ফিরে এসে লক্ষ্মণের বাড়িতে বসবাস শুরু করে।খবর পেয়ে সেদিন রাতেই লক্ষ্মণকে মারধর করে তাঁর বাড়ি থেকে অনুরাধাকে নিয়ে চলে যায় তাঁর বাবা ও পরিবারের আরও কয়েকজন। এরপর বাবা জীবন্ত জ্বালিয়ে দেয় অনুরাধাকে।

পুলিশ জানায়, ঘটনার সময় অনুরাধার গোটা পরিবার দাঁড়িয়ে দেখেছিলো। পুড়ে যাওয়া সম্পূর্ণ হলে হাড়গোড় ফেলে দেওয়া হয় পাশের একটি খালে। সেখান থেকে দেহের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

Bootstrap Image Preview