Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিসিসি শিক্ষা খাতে ‘সর্বোচ্চ কৃতিত্ব’ অর্জনকারী দেশ কাতার

হাসান বখস, কাতার প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


প্রাথমিক ও উচ্চ শিক্ষা খাতে জিসিসিভুক্ত অনন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে কাতার। দুবাইভিত্তিক বিনিয়োগকারী ব্যাংক আলপেন ক্যাপিটেল-এর নতুন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে কাতার ‘সর্বোচ্চ কৃতিত্ব’ অর্জনকারী দেশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এ খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

এছাড়া ‘জিসিসি এডুকেশন’ নামে প্রতিবেদনটি প্রকাশ করেছে আলপেন ক্যাপিটেল।

প্রতিবেদন থেকে জানা গেছে, কাতারের শিক্ষা খাতের অগ্রগতি বেসরকারি খাতের বিনিয়োগকারীদের মনযোগ আকর্ষণ করেছে। এতে বেশ কয়েকটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কাতার সরকারও শিক্ষা খাতে বেশ কিছু সংস্কার এবং বিনিয়োগ করেছে। দেশটি জাতয়ি লক্ষ্য ২০৩০ প্রণয়ন করেছে। এতে সমাজের অগ্রগতির জন্য শিক্ষাকে মৌলিক ভিত্তি হিসেবে ধরা হয়েছে।

আলপেন ক্যাপিটেলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শিক্ষা ক্ষেত্রে কাতার উচ্চ গুণগত মান বজায় রেখেছে। ২০১৭-২০১৮ সালে শিক্ষার সকল মাপকাঠিতে দেশটি ‘শীর্ষ স্থানে’ রয়েছে।

Bootstrap Image Preview