Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল সিরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:২২ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:২২ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মঙ্গলবার রাতে রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। রাশিয়ার দেয়া এ নিরাপত্তাব্যবস্থায় এক মাস আগেও ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। খবর বিবিসি ও আনাদোলুর।

দামেস্কের পশ্চিম শহরতলির আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার আকাশে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করার সময় আকাশে বিস্ফোরণের যে প্রচণ্ড শব্দ হয় তা দামেস্কের প্রায় সব জায়গা থেকে শোনা গেছে। দামেস্কের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে ওই সংঘর্ষ হয়।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাপারে ইসরাইলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেয়ার দুদিন পর দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর পাওয়া গেল।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি ওই হামলায় তাদের তিন সেনাসদস্য আহত হয়েছেন।

Bootstrap Image Preview