Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM

bdmorning Image Preview


সম্প্রতি কানাডা দেশটির সর্ব সাধারণের জন্য গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করেছে। এবার এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা ব্যবহারের অনুমোদন দিল থাইল্যান্ড সরকার। তবে গাঁজা সেখানে আপাতত গবেষণায় এবং ঔষধ বানানোর ক্ষেত্রে ব্যবহার হবে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বেলজিয়ামসহ মোট দশটি দেশে এ পর্যন্ত গাঁজাকে বৈধতা দিয়েছে। এর সঙ্গে এবার যোগ হলো থ্যাইল্যান্ড।

মঙ্গলবার দেশটির সংসদে ১৯৭৯ সালের মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে এ বিষয়ে একটি বিল পাশ হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন করা ছিল একটি প্রচলিত রীতি। পরে ১৯৩৫ সালে গাঁজা সেবন, পরিবহন কিংবা বাজারজাতকরণ বিষয়ে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Bootstrap Image Preview