তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ায় উপস্থিত আরব ও কুর্দিদের স্বাধীনতার জন্য চেষ্টা করছে তুরস্ক।সোমবার রাজধানী আঙ্কারায় রাষ্ট্রপতির প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিরিয়ায় আরবদের নিরাপত্তা ও শান্তির কথা আমরা বিবেচনা করছি। নিজেদের স্বার্থেই এমনটি ভাবতে হচ্ছে আমাদের। কুর্দিদের সমস্যা আমাদের সমস্যা বলেই মনে করি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, নিজেদের কাজেই সিরিয়ায় তুর্কিমেনসের কথা আমাদের ভাবতে হচ্ছে। আমরা এখনও সিরিয়ায় কেন অবস্থান করছি? সেখানে আমাদের যে আরব ও তুর্কি ভাইয়েরা রয়েছেন, তাদের মুক্ত করতেই আমাদের থাকতে হচ্ছে।
সিরিয়ার স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান এ তুর্কি প্রেসিডেন্ট।
গত ৩০ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে কুর্দিশ পিকেকে যোদ্ধারা। এতে নারী-শিশুসহ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।