এটাও কি সৌদি আরবের নতুন যুগে যাত্রাপথের এক ইঙ্গিত? কদিন আগেই সৌদি আরবের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বিন সালমান দেশটিকে উদার ও আধুনিক পথে নিয়ে যাওয়ার এক ভিশনের কথা বলেছিলেন। তারই প্রেক্ষিতে সৌদি আরবে প্রথমবারের মতো সরকারি দফতরে নিযুক্ত করা হয়েছে একটি রোবট।
দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল-ইসা জানিয়েছেন, গত রোববার থেকে ওই রোববটটিকে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশনে (টিভিটিসি)নিয়োগ দেয়া হয়েছে। খবর আরব নিউজের।
তেলসম্পদে সমৃদ্ধ দেশটি নতুন যুগের পথে যাত্রা শুরু করতে চায়। ৩২ বছর বয়সী তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির প্রধান বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রযুক্তিকেই দেখছেন। দেশটির রাজনৈতিক সংস্কৃতিতেও ধীরে ধীরে পরিবর্তন সূচনার পক্ষে তিনি।
এটি জরিপ ছাড়াও টিভিটিসির বিভিন্ন প্রদর্শনীতে আসা দর্শণার্থীদের তথ্য জানাবে।