Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কানাডা থেকে এখনো ট্যাংক পাচ্ছে সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে।কানাডার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেম’ সৌদি আরবকে ৭৪২টি ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার চুক্তি করেছে। দারিদ্রপীড়িত  ইয়েমেনের বিরুদ্ধে যখন সৌদি আরব বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে রিয়াদ সরকারকে তখন কানাডা এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে। ২০১৪ সালে মার্কিন কোম্পানি জেনারেল ডাইনামিকের কানাডা শাখা এ চুক্তি করেছিল।

সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।গতকাল (রোববার) একটি কার্গো জাহাজ ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে কানাডার সেন্ট জন বন্দর থেকে সৌদি আরবের পথে রওয়ানা দিয়েছে। এর আগে বৃষ্টি ও ঘন কয়াশা উপেক্ষা বহু মানুষ এসব অস্ত্র পাঠানোর বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের কারণে কার্গো জাহাজটি ছাড়তে একদিন দেরি করে। কানাডার ডেইলি গ্লোব ও মেইল এ খবর দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, তাদের অস্ত্র যদি সৌদি আরব অপব্যবহার করে তাহলে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে দিতে প্রস্তুত রয়েছে তার সরকার। এ ঘোষণার পরও তিনি রিয়াদের কাছে অস্ত্র পাঠালেন যদিও ইয়েমেনে হামলা বন্ধ করে নি সৌদি আরব।

Bootstrap Image Preview