প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।
ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার।
বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা ছাড়াও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ইসি সচিবালয়ের আরো অনেকে।
এর আগে এ দিন বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তারা পৌঁছান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
এদিকে ঐক্যফ্রন্টের গণমাধ্যম কর্মকর্তা মেহেদী মাসুদ সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট আগামী ২৭ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। সে বিষয়ে কথা বলতে ইসিতে গেছেন তারা।