Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনার আয়োজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১১ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১১ AM

bdmorning Image Preview


বড় দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের জন্য এক সংবর্ধনার আয়োজন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তাঁর সহধর্মিনী রাশিদা খানম।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আজ দুপুর ১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের খ্রিস্টান সম্প্রদায় তথা দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে নিয়ে একটি ‘ক্রিসমাস কেক’ কাটবেন রাষ্ট্রপতি।

এ ব্যাপারে বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, বিভিন্ন বিদেশী কূটনৈতিক মিশনে দায়িত্বরত রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই সংবর্ধনায় যোগ দিবেন। 

মুখপাত্র বলেন, এছাড়াও রাষ্ট্রপতি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মযাজকবৃন্দ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা জনগণের সাথের শুভেচ্ছা বিনিময় করবেন।

Bootstrap Image Preview