ভারতের গুজরাট রাজ্যের ডাং জেলায় শনিবার সন্ধ্যায় একটি বাস গভীর খাদে পড়ে ১০ শিশু নিহত ও অপর ১০ জন গুরুতর আহত হয়েছে। দুর্গম বনাঞ্চলে এ দুর্ঘটনায় আরো তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। আরো কয়েকজন শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, বাসটিতে ৭০ জনের বেশি শিক্ষার্থী ছিল। মহাল ও বাদরিপাড়া বনাঞ্চলের মধ্যবর্তী সুরাটের আমরোলি এলাকায় কোচিং ক্লাশের শিক্ষার্থীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনার পর প্রায় ৬০ শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধানে তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।