Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় মাঠে নেমেছে সেনাবাহিনী

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৫ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন শুরু করেছে।

রবিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত থেকে তারা সাতক্ষীরা স্টেডিয়াম, যুব উন্নয়ন অধিদফতর ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অবস্থান নিয়েছে।

এ ছাড়া সাতক্ষীরার সাতটি উপজেলা সদরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করেছে। সোমবার সকাল থেকে সেনা সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।

যশোর ৫৫ পদাতিক ডিভিশন থেকে ৭০০ সেনা সদস্য সাতক্ষীরা জেলায় এসেছেন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার এসএম মোস্তফা কামাল।

আগামীকাল মঙ্গলবার জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈঠক হবে বলে জানা গেছে।

Bootstrap Image Preview