Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খ্রিস্টানদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ম্যারি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ভবন জানায়-বর্ণ, ভাষা, ধর্ম ও গোত্র ভিত্তিতে লোকজনের মধ্যে বৈষম্য দূর করতে তুরস্ক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এরদোগান বলেন, আমাদের নাগরিকরা যাতে মুক্তভাবে ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা করতে পারে, তার ওপর আমরা জোর দিচ্ছি।

তিনি বলেন, কয়েক শতক ধরে বিভিন্ন সংস্কৃতির শান্তিপূর্ণ আশ্রয়কেন্দ্র হচ্ছে তুরস্ক। এ সময় তুরস্কের সাধারণ মানুষের ঐক্য ও সংহতির প্রতি জোর দেন তিনি।

তুরস্কের মানুষ পরস্পরের প্রতি সম্মান, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সবার আগে গুরুত্ব দেয় বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।

আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি বছরের ক্রিসমাস তুরস্কের সংহতি ও পারস্পরিক সৌহার্দকে জোরদার করবে।

যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টানরা ক্রিসমাস উদযাপন করেন।

Bootstrap Image Preview