যানজট নিরসনে ঢাকায় পাতাল রেল হবে। এজন্য ইতোমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা জানান। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস আর লুটপাট ছাড়া কিছুই দিতে পারে না। তাই দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন তিনি
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওযাকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, দক্ষিণের মেয়র সাইদ খোকন, মহাজোটের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, হাজী সেলিম, হাবিবুর রহমান মোল্লা, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওসার, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ প্রমুখ।