Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে নির্বাচনী নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের ৪টি আসনের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সেনা সদস্যরা তাদের কাজ শুরু করেছেন।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছেন।

এরআগে গতকাল রবিবার (২৩ ডিসেম্বর) লে.কর্নেল মোস্তফা আরিফের নেতৃত্বে বগুড়ার মাঝিড়া সেনানিবাস থেকে আসা ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা দুপুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান নেন। সেখান থেকে তারা নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান বলেন, নাটোরে ৪১৭ জন সেনা সদস্য অবস্থান নিয়েছেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে নাটোরের ৪টি নির্বাচনী আসনে কাজ শুরু করেন তারা।

Bootstrap Image Preview