 
 
												    পল্লবী থানায় বিহারী নেতা মোঃ সাদাকাত খান ফাক্কুসহ অন্তত ১৮০ জন বিহারীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত ১৫ জনের বেশী বিহারী যুবকদের গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযান চলছে।
এ বিষয়ে সাদাকাত খান ফাক্কু বলেন, ঢাকা ১৬ আসনে আমাদের ভোটার অনেক বেশি। বিহারীদের ভোট থেকে দূরে রাখতেই এই মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। অথচ এরকম কোনো ঘটনা পল্লবী এলাকায় ঘটেনি। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, রোববার পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় আমাদের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কুকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ১৫ জনের বেশি বিহারী যুবকদের গ্রেপ্তার করা হয়েছে। এরকম ঘটনা আমরা মেনে নেবো না। বিহারীরা সংখ্যালঘু বলেই তাদের উপর এধরণের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এই মামলা প্রত্যাহার করে ক্যাম্পের যুবকদের মুক্তির ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে পারে বিহারীরা।