Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন ইরানের মৌলিক নীতির অংশ: জারিফ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের প্রতি বিশ্বের প্রতিটি মুসলিম দেশের সমর্থন জানানো উচিত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরান সফররত ফিলিস্তিনি পার্লামেন্টারি প্রতিনিধিদলের প্রধান ও হামাস নেতা মাহমুদ আজ-জাহার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী জারিফের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

জারিফ বলেন, যেসব মুসলিম দেশ আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন বা এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে তাদের এই শুভবুদ্ধির উদয় হবে যে, ইহুদিবাদীরা কখনো মুসলমানদের বিশ্বস্ত বন্ধু বা সহযোগী হতে পারে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বের ভেতর থেকে তা নস্যাত করে দেয়ার চক্রান্ত হচ্ছে। একইসঙ্গে আরো অনেক মুসলিম দেশের প্রতিরোধ সংগ্রামও একই ধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার শিকার বলে মন্তব্য করেন জারিফ।

সাক্ষাতে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা জাহার ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং তাদের প্রতি মুসলিম বিশ্বের সমর্থনের ফলে একদিন মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Bootstrap Image Preview