Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই স্ত্রী মনা ও রমার সাহায্যে যুবতীকে ৪ দিন ধরে ধর্ষণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুই স্ত্রী'র সাহায্যে ২৩ বছরের এক যুবতীকে চারদিন ধরে ধর্ষণ করল এক ভন্ড তান্ত্রিক। ভারতের গুজরাটের সুরাটের আম্রলির ঘটনা। ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে ভূপাত ওরফে মামা চৌহান নামের সেই তান্ত্রিক ও তার দুই স্ত্রী মনা ও রমাকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতা যুবতী নিখোঁজ বাবার খোঁজে পরিচিত একজনের পরামর্শে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল। তান্ত্রিক গোপন শক্তির সাহায্যে যুবতীর বাবাকে ফিরিয়ে আনার আশ্বাস দেয়। কিন্তু শর্ত হিসেবে তান্ত্রিকের কিছু নির্দেশ মানতে বলে যুবতীকে। এরপরেই সে যুবতীকে সহবাসের জন্য চাপ দিতে শুরু করে।

এই ভাবেই চারদিন ধরে যুবতীর উপর যৌন নির্যাতন চালায় ওই তান্ত্রিক। তার দুই স্ত্রী যুবতীকে ঘটনা কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। কিন্তু যুবতী হুমকি উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। নির্যাতিতা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview