Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেছেন সংস্কারপন্থী সৌদি যুবরাজ তালাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের সংস্কারের সরব সমর্থক যুবরাজ তালাল বিন আবদুল আজিজ (৮৭) মারা গেছেন। শনিবার দেশটির রাজকীয় আদালতের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আল সৌদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও ধনকুবের বিনিয়োগকারী আলওয়ালিদ বিন তালাল গত বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

ষাটের দশক থেকে বিদেশে নির্বাসিত জীবনযাপন করছিলেন যুবরাজ তালাল। সংবিধান সংস্কারের দাবিতে একদল যুবরাজের নেতৃত্ব দেয়ার পর সৌদি কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাতিল করেছিল।

সৌদি রাজতন্ত্রের চিরশত্রু মিসরীয় প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের মিত্র ছিলেন তিনি।

নিজের দাবির পক্ষে সুর নরম করার পর ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের আমলে দেশে ফিরতে পারেন তালাল।

সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাই তিনি। অসুস্থ হওয়ার পর তাকে রিয়াদেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার মৃত্যু কোথায় হয়েছে তা পরিষ্কার হয়নি।

২০১১ সালে সৌদি আরবের আনুগত্য পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি। এই পরিষদ দেশটির ভবিষ্যৎ বাদশা নির্ধারণের বিষয়টি দেখভাল করে।

সৌদি নারীদের আরও অধিকার নিশ্চিত করা, তাদের গাড়ি চালানোর অধিকার দেয়া এবং রিয়াদের সামরিক ব্যয় নিয়ন্ত্রণের মতো পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

রোববার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি রাজদরবার।

Bootstrap Image Preview