Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে বিশ্ববাজারে ‘দহন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM

bdmorning Image Preview


চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’। রায়হান রাফির পরিচালনায় সন্ত্রাস ও মাদকবিরোধী কাহিনি অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি। এতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে জুটি বেঁধে পূজা অভিনয় করছেন গার্মেন্ট কন্যার চরিত্রে এবং সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম।

সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলতার সাথে চলছে ‘দহন’। নতুন বছরে বিশ্ববাজারে ‘দহন’ দেশের গণ্ডি পেরিয়ে আগামী ১৮ জানুয়ারি (শুক্রবার) একযোগে কানাডা ও আমেরিকায় আন্তর্জাতিক মুক্তি পেতে যাচ্ছে। পরবর্তীতে মুক্তি পাবে মধ্যপ্রাচ্যে।

উল্লেখ্য, আমেরিকা, কানাডা, ও মধ্যপ্রাচ্যে পরিবেশক হিসেবে আছে বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

Bootstrap Image Preview