মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মিয়ানমারের দাবি, অং কিয়াউ থেট গত সপ্তাহে অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ফাঁদে পড়ার থেকেই নিখোঁজ ছিলেন।
রবিবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, দুই দিন আগে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত, মুখ ও পায়ে গুলির আঘাত রয়েছে। একটি পাহাড়ে ভেতরে তার মরদেহ পাওয়া গেছে।
ফাঁদে পড়ার এই ঘটনা ঘটে যেদিন মাছ ধরতে গিয়ে স্থানীয় রাখাইন জাতিগোষ্ঠীর দুই বৌদ্ধ নিখোঁজ হন এবং পরে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর মিয়ানমার সেনাবাহিনী এলাকাটিতে পুনরায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে। এতে করে নতুন বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে বুলেটের খোসা ও বাংলাদেশে নির্মিত বিস্কুট পাওয়া গেছে।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বাস। কিন্তু মিয়ানমার সরকার তাদের জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদেরকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী মনে করে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে ক্লিয়ারেন্স অভিযান জোরদার করলে নিপীড়ন ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা।
জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত।