Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুন্দরী মালয় তরুণীদের বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা: ডা. মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মজা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। বর্তমানে ২০ লাখের কাছাকাছি বাংলাদেশি এ দেশে এসেছে। তারা সুন্দরী মালয় তরুণীদের বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। আপনারা যদি সতর্ক না হোন, তা হলে সামনে বিয়ে করার জন্য আর মেয়ে পাবেন না।

মাহাথির বলেন, ভবিষ্যতে বিয়ে করার জন্য মালয়েশিয়ার যুবকরা আর মেয়ে পাবেন না বলে তার দেশের নাগরিকদের সতর্ক করেছেন।

বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে তিনি মালয়েশিয়ার নাগরিকদের আরও কর্মঠ হওয়ার তাগিদ দেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ানরা দিন দিন কর্মবিমুখ হয়ে যাচ্ছে। তাই বাংলাদেশিরাই এখানে এসে সব কাজ করছে। যদি মালয়েশিয়ানরা নিজ দেশে কর্তৃত্ব করতে চায়, তা হলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালো পড়াশোনা করে তাদের দেশের দায়িত্ব নিতে হবে।

মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের অসংখ্য বিদেশি কর্মী রয়েছে।

 

Bootstrap Image Preview