Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব: ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


এ পর্যন্ত প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনিদের অর্জিত সাফল্যগুলোর কথা তুলে ধরে বেলায়েতি বলেন, এসব সাফল্য নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। তেল আবিব এখন আগ্রাসন চালানোর আগে একশ’বার চিন্তা করে।একমাত্র সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের জবরদখল থেকে মুক্ত করা সম্ভব।

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শনিবার তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মাহমুদ আজ-জাহারের সঙ্গে এক বৈঠকে একথা বলেন।

ফিলিস্তিনি জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন দিন দিন শক্তিশালী হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইহুদিবাদীদের বিরুদ্ধে যেসব বিজয় অর্জন করেছেন তা মূলত বিশ্ববাসীর সামনে ইসলামের শক্তি ফুটিয়ে তুলেছে এবং এই পথচলা অব্যাহত রাখতে হবে।

ফিলিস্তিন সংকটকে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা বলেন, ফিলিস্তিনি জনগণের মুক্তির আন্দোলনের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

সাক্ষাতে হামাস নেতা মাহমুদ আজ-জাহার ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইসলামি প্রতিরোধের শক্তি দিন দিন বাড়ছে এবং নিঃসন্দেহে ফিলিস্তিনি জনগণ বিজয়ী হবে।

Bootstrap Image Preview