‘সুলতান অব বিটুমিন’ নামে খ্যাত হামিদ রেজাকে ফাঁসি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ইরানের বিভিন্ন ব্যাংক ও একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার থেকে ১০ ট্রিলিয়ল রিয়াল বা ১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ প্রতারণা করার অভিযোগ ছিল।। তার বিরুদ্ধে বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগ তেহরানের পাবলিক অ্যান্ড রেভুলিউশনারি কোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ফাঁসি কার্যকরের আগে তিনি আপিল করেন এবং আপিল আদালতও আগের রায় বহাল রাখে। চলতি বছর ইরান বেশ কয়েকজন দুর্নীতিবাজ ব্যবসায়ীকে ফাঁসি দিয়েছে।
প্রতারণামূলক তৎপরতার মাধ্যমে হামিদ রেজা বিপুল পরিমাণ অর্থ চুরি করেছেন বলে যে অভিযোগ আনা হয়েছিল আদালত তার সত্যতা খুঁজে পায়। হামিদ রেজা একটি প্রতারক চক্র তৈরি করেছিলেন এবং তাদের মাধ্যমে ব্যাপক মাত্রায় চোরাচালান, ঘুষ ও দুর্নীতির আখড়া গড়ে তুলেছিলেন। এই প্রতারক চক্র এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে, ইরানের বিভিন্ন পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে নিজেরা অনেক বেশি মুল্য নির্ধারণ করে দেশের অর্থ ও পণ্য বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল। এছাড়া, ভুয়া তথ্য দিয়ে হামিদ রেজা বিভিন্ন সময় ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।