Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান আটক

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


ময়মনসিংহে নৌকার প্রচারণা ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) বিকালে হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমানকে আটকের কথা জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল হোসেন বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে আমতৈল ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চেয়ারম্যান শফিকুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে নৌকার প্রচারনা কেন্দ্রে আগুন দেয়াসহ নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি কামাল।

চেয়ারম্যান শফিকুর রহমান ধানের শীষের প্রতীক নিয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এর আগেও তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 

Bootstrap Image Preview