Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইমরান খানের বাসভবনে হচ্ছে বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হচ্ছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর ভবনকে ইসলামাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, এখানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা হবে। বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণা দেওয়া হয় ‘ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর পাকিস্তান’ শীর্ষক এক সেমিনারে।

ভবন রূপান্তরের সময় দেওয়া বক্তব্যে ইমরান খান বলেন, প্রধানমন্ত্রীর ভবনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য হলো সরকার ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে আনা।

দেশটির শিক্ষা ও পেশাদার প্রশিক্ষণ মন্ত্রী শাফকাত মাহমুদ বলেন, পুরনো প্রধানমন্ত্রী ভবনে গবেষণা সংক্রান্ত উচ্চতর শিক্ষার একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।

এর আগে ইমরান খান তার নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর ভবনকে দেশের একটি আর্ট ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করলেন তিনি।

Bootstrap Image Preview