আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লজ্ঞনের দায়ে বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এ দন্ডাদেশ দেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা লিয়াকত আলী সেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে শেরপুর পৌর শহরে সকাল বাজারের তিন রাস্তার মোড় এলাকায় বাসা-বাড়ির দেয়ালে তাঁর নির্বাচনী প্রতিক সিংহ মার্কার পোষ্টার লাগিয়েছিল।
এতে নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(১) এর ধারা অনুযায়ী সংসদ সদস্য প্রার্থীকে অর্থদন্ড করা হয়। স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে। একই সাথে আগামিদিনে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য ওই প্রার্থীকে সর্তক করে দেওয়া হয়েছে।