একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। এসব আসনের যেসব ভোটার এখনও স্মার্টকার্ড পাননি তারা ভোটের আগেই তা পেতে যাচ্ছেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শুক্রবার ছয় নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তাতে অগ্রাধিকার ভিত্তিতে ভোটারদের স্মার্টকার্ড দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন ছয়টি হচ্ছে-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২
চিঠিতে বলা হয়েছে, ইভিএমে ছয়টি আসনে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। ভোটারের আঙুলের ছাপ না পাওয়া গেলে স্মার্টকার্ড ব্যবহারে ছাপ মেলানো সহজ হবে। তাই অধিকাংশ ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
ছয়টি আসনের প্রস্তুত করা স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু অনেক ভোটারের তথ্যে ত্রুটি থাকার কারণে স্মার্টকার্ড করা সম্ভব হয়নি। তাদের স্মার্টকার্ড মুদ্রণ করে ছয়টি আসনে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ভোটাররা উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে আইরিশ ও টেন ফিঙ্গার দিয়ে ইভিএম ভোট কেন্দ্রের ডেমোস্ট্রেশন স্থান থেকে স্মার্টকার্ড নিতে পারবেন। এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা নিতে চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।