Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতে সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের উন্নয়নের জন্য তাকে এই উপাধিতে ভূষিত করেছে স্কচ গ্রুপ। তিনি ‘স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

স্কচ গ্রুপের পক্ষ থেকে সমপ্রতি এক টুইটার বার্তায় বিষয়টি জানানো হয়।

অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসন ভালভাবে চলেছে বলে গ্রুপটি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবার বিভিন্ন ক্ষেত্রে ৩১ টি স্কচ পুরস্কার পেয়েছে। স্কচ গ্রুপ ১৯৯৭ সাল থেকে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। গ্রুপের যেমন পরামর্শক প্রতিষ্ঠান আছে, তেমনি মিডিয়া এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও রয়েছে।

Bootstrap Image Preview