Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিল বাংলা সুগার মিল শ্রমিকদের বেতনের ১৬ শতাংশ কর্তনের অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


জামালপুরে জিল বাংলা সুগার মিলস লিঃ এ শ্রমিকদের মাসিক মোট বেতনের ১৬ শতাংশ কর্তন করায় মিলের শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

নিয়ামানুযায়ী এসব শ্রমিকদের বেতন-ভাতা ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করার কথা থাকেলও মিল কর্তৃপক্ষ তাদের নগদ ক্যাশে বেতনের ১৬ শতাংশ কর্তন করে বেতন ভাতা প্রদান করছে। এতে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছে। 

জানা যায়,জামালপুর জিল বাংলা সুগার মিলস লিঃ এ স্বায়ী ও অস্থায়ী মৌসুমী শ্রমিকসহ মোট প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী রয়েছে। এছাড়াও শ্রমিকদের অভিযোগ তাদের ওভার টাইমের বেতনভাতা থেকেও ১৬ শতাংশ কেটে নেওয়ার পায়তারা করছে মিল কর্তৃপক্ষ।

মিলের চালক শ্রমিক সোলাইমান কবির, রায়হান ও রুহুল আমিনসহ অনেকেই জানান, তাদের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের মোট বেতনের ১৬ শতাংশ কর্তন করা হয়েছে। শ্রমিকরা বেতন কমের প্রতিবাদ করায় তাদের চাকরি  থেকে বরখাস্ত-বদলিসহ নানাভাবে হয়রানী ও হুমকি দিচ্ছে মিল কর্তৃপক্ষ। 

তাই শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী আদায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিলের ব্যাবস্থাপনা পরিচালক এএসএম মুহিত জানান, মিলের শ্রমিকদের বেতনের টাকা বিতরণে কোন অনিয়ম হচ্ছে না। অর্থ সংকটের কারণে শ্রমিকদের বেতন কম দেওয়া হচ্ছে।  

Bootstrap Image Preview