Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীতাকুণ্ডে আ'লীগের ২ নির্বাচনী প্রচারকেন্দ্রে বোমা হামলা ও আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ২ টি নির্বাচনী প্রচারকেন্দ্রে বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোহ করেছেন আওয়ামী লীগ প্রার্থী এমপি দিদারুল আলম

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া ও গজারিয়া দিঘীর পাড়ে এসব ঘটনা ঘটে।  আজ শুক্রবার সকালে এমপি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একদল দুর্বৃত্ত সীতাকুণ্ড পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গজারিয়া দীঘির পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচন পরিচালনা ক্যাম্পে হামলা চালায়। তারা সেখানে পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং চেয়ার-টেবিলসহ আসবাস ভাংচুর করে চলে যায়। তারাই আবার কয়েকশ গজ দূরবর্তী ভূঁইয়া পাড়ার রাসেল স্মৃতি সংসদের (বর্তমানে নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত) সামনেও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে সেমিপাকা ঘরটির টিন ও ভেতরে থাকা আসবাব সম্পূর্ণর পুড়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 পরে খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় এমপি দিদারুল আলম নেতাকর্মীদের নিয়ে সেখানে পৌঁছান। একই সময় সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে ছুটে যান।

ভূঁইয়াপাড়ার এক বাসিন্দা আবুল কাসেম জানান, রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া দীঘির পাড়ে বিস্ফোরণের আওয়াজ পাই। এর কয়েক মিনিটের মধ্যে ভূঁইয়াপাড়া থেকেও একই আওয়াজ আসে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন রাসেল স্মৃতি সংসদে আগুন জ্বলছে। তিনি বলেন, রাতে আতঙ্কে এলাকার মানুষ ঘুমাতে পারেনি।

পৌরকাউন্সিলর ও প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু বলেন, রাতে ঘটনা ঘটলেও ঘটনাস্থল আমার বাড়ি থেকে দূরে হওয়ায় আমি জানতেও পারিনি। সকালে একটি ফোন পেয়ে বিষয়টি আমি জেনেছি। পরে এমপি মহোদয় ও পুলিশ সেখানে আসেন। পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, যেখানে হামলা হয়েছে সেগুলোর একটি হলো আমার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প। অপরটি রাসেল স্মৃতি সংসদ। তবে সেখানে বসেও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে নেতাকর্মীরা। এ কারণে বিএনপি-জামায়াতের নাশকতাকারীরা সেই ২০১৩-১৪ সালের মতো আবারো নাশকতা ও আমাদের দলের ছেলেদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে আমি মনে করছি। 

তিনি বলেন, থানার ওসিও সেখানে এসেছেন। তিনিই আইনগত ব্যবস্থা নেবেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন কাউকে কোন ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview