Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকেলে নারায়ণগঞ্জ যাচ্ছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ৫টি সংসদীয় আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

আজ বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। মূলত নারায়ণগঞ্জের ঐক্যফ্রন্ট নেতাদের চমক দেখাতেই মূলত তারা যাচ্ছেন।

 

নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এসএম আকরামের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল জানান, শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সমাবেশের কথা ছিল। কিন্তু সেখানে বাধা দেয়ার পর সোনাকান্দা স্টেডিয়ামে আবেদন করা হয়। প্রশাসন থেকে সোনাকান্দা স্টেডিয়ামে সমাবেশ করার অনুমিত দেয়া হয়েছে।

সমাবেশে ‘ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সকলে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Bootstrap Image Preview