বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশীপ-২০১৮ তে প্রায় সবগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আবারও বর্ষসেরা ইউনিট নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইজিপি’র কাছ থেকে বর্ষসেরা ইউনিটের ট্রফি গ্রহণ করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ পুলিশ স্পোর্টস ইভিনিং-২০১৮’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা জানানো হয় বাংলাদেশ পুলিশের কৃতি খেলোয়াড়দের।
গতকাল ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে কৃতি পুলিশ খেলোয়াড়দের সম্মাননায় পুলিশ স্পোর্টস ইভিনিং এর আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
বাংলাদেশ পুলিশের জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ১৫৫ জন ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী ৪৭ জন খেলোয়াড়কে এই স্পোর্টস ইভিনিংয়ে সম্মাননা দেয়া হয়। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের বর্ষসেরা খেলোয়াড় পুরুষ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিজানুর রহমান এবং বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছে ডিএমপি’র রুবিনা বেগম।
২০১৮ সালে বাংলাদেশ পুলিশের কৃতি খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে ৩টি স্বর্ণ ও ২টি তাম্র পদক অর্জন করেছে। প্রতিবছর স্পোর্টস ইভিনিং এর মাধ্যমে খেলাধুলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কৃত করা হয়।
কৃতি খেলোয়াড়গণ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন। পরে বিশিষ্ট শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের উদ্যোগে গত ৩ বছর ধরে স্পোর্টস ইভিনিং আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে একক ও দলগত প্রায় ৪২টি ইভেন্ট রয়েছে। যেখানে নারী পুরুষ খেলোয়াড় তাদের কৃতিত্ব দেখাচ্ছে। আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুলিশ খেলোয়াড়রা কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। অর্জন করেছে স্বর্ণসহ অন্যান্য পদক। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিকভাবে প্রথমবারের মত থ্রো বলে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ইভেন্টে খেলোয়াড়দের দুর্বলতা রয়েছে। অধিক অনুশীলন করে এই দুর্বলতা কাটাতে হবে।
ডিএমপি আবারও বর্ষসেরা ইউনিট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ পূর্বের ন্যায় বিভিন্ন ইভেন্টে তাদের কৃতিত্ব দেখিয়েছে। ডিএমপি কমিশনার খেলোয়াড়দের যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে পুলিশের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স করা হবে।
বাংলাদেশ পুলিশের সকল ক্রীড়া ক্লাবের সভাপতি, ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি।
বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের আয়োজনে ‘বাংলাদেশ পুলিশ স্পোর্টস ইভিনিং ২০১৮’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এফ এন্ড ডি) মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণ, অতিরিক্ত ডিআইজিগণ,ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ পুলিশের বিভিন্ন খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।